একটি উন্নত জাতি গঠনের মূল শক্তি তার দক্ষ জনসম্পদ। আর দক্ষ জনসম্পদ তৈরিতে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একবিংশ শতকের উপযোগী স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার উপর সর্বধিক গুরুত্ব প্রদান করেছেন। এজন্য প্রণয়ন করা হয়েছে যুগোপযোগী শিক্ষানীতি। একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচিতি শুধু তার শিক্ষা কার্যক্রম পরিচালনার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান তার মেধা ও মননেরও পরিচায়ক। জীবনের শুরুতেই শিক্ষার্থীদের উচ্চ নৈতিক মান গঠন ও দেশ প্রেমের শিক্ষায় একজন প্রকৃত নাগরিক হিসাবে গড়ে তোলার উপর গুরুত্ব প্রদান করতে হবে। এই লক্ষ্যে শিক্ষার্থীদের পুস্তকের পাশাপাশি দেশের স্বাধীনতার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি সম্পর্কে বাস্তব ধারণা অর্জন করতে হবে। আমি আশা করি ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজ অদূর ভবিষ্যতে জ্ঞান বিজ্ঞান চর্চার মাধ্যমে ঢাকা মহানগরের একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে। কলেজটি তার নিজস্ব প্রসপেক্টাস প্রকাশনা, ডিজিটাল ল্যাব ও ওয়েবসাইট স্থাপনের মাধ্যমে উন্নত বিশ্বাসের সাথে পরিচিতি লাভে সমর্থ হয়েছে, এর মাধ্যমে সরকারের স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য তা পূরণে ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজ অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। এই কাজের সাথে জড়িত ঢাকা বয়েজ এন্ড কলেজের বর্তমান দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবকসহ সুপ্রিয় শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।