Md. Anowarul Islam Khan

অধ্যক্ষ

অধ্যক্ষের বাণী

শিক্ষা মানবজীবনের অমূল্য সম্পদ,রাষ্ট্র ও সমাজ উন্নয়নের শ্রেষ্ঠ হাতিয়ার। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের লক্ষ্য ছিল একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ নির্মান, যার অন্যতম পূর্বশর্ত হচ্ছে একটি শিক্ষিত ও দেশ প্রেমিক জনগোষ্ঠী গড়ে তোলা। জ্ঞান বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তির চরম সীমায় যখন গোটা বিশ্ব, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকবৃন্দের পৃষ্ট-পোষকতায় ১৯৯৮ সালে “ঢাকা বয়েজ কলেজ” যাত্রা শুরু করে। যুগোপযোগী শিক্ষা বিস্তারে জন্য ২০১৯ সালে আংশিক নাম সংযোজন করে “ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজ” নামে একটি পূর্নাঙ্গ প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হয়।

অতঃপর ২০০৩ সালে কারিগরি বোর্ডে বি.এম.টি শাখা অধিভুক্তি, ২০০৪ সালে এমপিও ভুক্তি, ২০১১ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস.এস.সি ও এইচ.এস সি প্রোগ্রাম অনুমোদন, বর্তমানে ডিগ্রী ও অনার্স কোর্স খোলার দ্বারপ্রান্তে। আজ বিজ্ঞান ভিত্তিক ও কার্যকর শিক্ষা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় এই কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করেছে। আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করছি জাতি গঠনের স্বার্থে সংশ্লিষ্ট সকলের এই কর্ম প্রয়াসকে তিনি যেন সার্থক করেন। ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজ এর কর্ম প্রয়াস যাতে আরও বেগবান করতে পারি সে জন্য সর্ব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবার সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব। কেবল দেশের শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী প্রতিষ্ঠানই নয়, একে আমরা সাফল্যের বহুমাত্রিক শিখরস্পর্শী এক শিক্ষায়তন রূপে গড়ে তুলতে পারব ইসশাআল্লাহ।

ঢাকা ১৮ আসনের শিক্ষানুরাগী মাননীয় এমপি আলহাজ্জ্ব মোঃ খসরু চৌধুরী মহোদয়ের একনিষ্ঠ প্রেরনায় এবং সম্পাদিত সভাপতি এ্যাড: এ কে শিকদার আজাদ সাহেবের গতিশীল নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে ঢাকা বয়েজ এন্ড গার্লস কলেজ। জাতির পিতার আদর্শে অবিচল থেকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আমাদের কলেজ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কলেজ কর্তৃক প্রকাশিত প্রসপেক্টাসে যাহারা বাণী দিয়েছেন, শুভেচ্ছা ও সহযোগিতা করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Principle's Message

D H A K A B O Y S & G I R L S C O L L E G E

l o a d i n g